ফরিদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
সবুজ মোল্লা (২৭) ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের কাজেম মাতবরের ডাঙ্গি গ্রামের শহীদ মোল্লার ছেলে। তিনি বায়তুল আমার এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। মোবাইল রিচার্জের দোকান ছিল তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা মো. সবুজকে এলোপাতাড়ি কুপিয়ে এবং হাত কেটে ফরিদপুর বায়ুতুল আমান একাডেমির রাস্তার ওপর ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় সবুজকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সবুজ হত্যার বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
দিনবদলবিডি/এইচএআর