হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা হলো না গৃহবধূর
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
প্রত্যক্ষদর্শী ফিরোজ মিয়া জানান, সোমবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন গৃহবধূ নূরুন নাহার।
এসময় তাকে বহনকারী অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এমন সময় বালুবাহী দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত নূরুন নাহারকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যার পর নিহত নূরুন নাহারকে প্রত্যাশী গ্রামের বাড়িতে দাফন করা হয়।
অন্যদিকে, দুর্ঘটনা সম্পর্কে ফরিদগঞ্জ থানায় যোগাযোগ করা হলে পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল এই বিষয় তার কাছে কোনো তথ্য নেই বলে জানান।
দিনবদলবিডি/এইচএআর