নতুন গান নিয়ে এলেন চিশতী বাউল
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
গানের শিরোনাম ‘ও দয়াল’। এর কথা ও সুর করেছেন এইচ এম নিপু। এটির সংগীতায়েজন করেছেন রানা আকন্দ। গতকাল সোমবার বিকেলে গানটি প্রকাশ হয় ‘চ্যানেল এইচএম’র ইউটিউব চ্যানেলে।
গানটি প্রসঙ্গে চিশতী বাউল বলেন, ‘গানটি দেহতত্ত্ব ভিত্তিক গান। এইচ এম নিপু অসাধারণ লিখেছেন ও সুর করেছেন। আমার মনে হয় নিপুর এই ভাবগাম্ভীর্যপূর্ণ লেখা আমার জনপ্রিয় সব গানের মতো সবার হৃদয়ে দাগ কাটবে।’
এইচ এম নিপু বলেন, ‘মৃত্যুর পর মানুষ কোন দেশে, কোন বেশে থাকে সেটা সবার অজানা- এই জগত সংসারে একদিন থাকবে না। “দয়াল কিসেরও লাগিয়া জমিনে পাঠাইয়া উপরে যাইবা নিয়া” কথাগুলো তুলে ধরা হয়েছে গানে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’
দিনবদলবিডি/Robiul