করাচিতে দিল্লির ফ্লাইটের জরুরি অবতরণ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:১৬, মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ২১ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

দিল্লি থেকে দুবাইয়ে যাওয়ার সময় নির্দেশক বাতির সমস্যার কারণে ভারতের একটি স্পাইসজেট বিমান করাচিতে অবতরণ করে। এয়ারলাইন্সের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। 

তিনি আরো বলেন, বিমানের যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন। কোন জরুরি অবস্থার ঘোষণা করা হয়নি। খবর এনডিটিভির।

এয়ারলাইন্সের মুখপাত্র বলেন, স্পাইসজেট বি-৭৩৭ এয়ারক্রাষ্ট অপারেটিং ফ্লাইট এসজি-১১ (দিল্লি-দুবাই) নির্দেশক বাতির ত্রুটির কারণে করাচিতে অবতরণ করা হয়। এর আগে বিমানের কোন ত্রুটির খবর পাওয়া যায়নি। যাত্রীদের জলখাবার দেওয়া হয়েছে। অন্য আরেকটি বিমান করাচিতে পাঠানো হয়েছে। যা যাত্রীদের দুবাইয়ে নিয়ে যাবে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়