সন্তানদের অসুস্থতা নিয়ে টুইটের পর ঘরে মিলল স্ত্রী-সন্তানসহ বিজেপি নেতার মরদেহ
আন্তর্জাতিক সংবাদ || দিন বদল বাংলাদেশ
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের মধ্য প্রদেশের বিদিশায় এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
পুলিশ বলেছে, দুই সন্তানকে হত্যা করে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেন। ওই দম্পতি তাঁদের সন্তানদের অসুস্থতা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিজেপির সাবেক সেই নেতার দুই ছেলে সন্তান আনমল (১৩) ও সার্থক (৭) মাসকুলার ডিসট্রফি (পেশিশক্তির ক্ষয়) রোগে আক্রান্ত ছিল।
বিদিশা এলাকার পুলিশ স্টেশনে এই ঘটনায় একটি মামলা হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
দিনবদলবিডি/Jannat