সন্তানদের অসুস্থতা নিয়ে টুইটের পর ঘরে মিলল স্ত্রী-সন্তানসহ বিজেপি নেতার মরদেহ

আন্তর্জাতিক সংবাদ || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:২১, শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ১৪ মাঘ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

‘শত্রুর সন্তানকেও যেন সৃষ্টিকর্তা এমন রোগ না দেন। আমি আমার সন্তানদের বাঁচাতে পারছি না, আমিও আর বাঁচতে চাই না।’ টুইটারে এমন একটি পোস্ট করে স্ত্রীসহ আত্মহত্যা করেছেন বিজেপির সাবেক নেতা সঞ্জীব মিশ্র (৪৫)। তাঁর স্ত্রীর নাম নীলম (৪২)। এ সময় তাঁদের ঘর থেকে দুই সন্তানের মরদেহও উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের মধ্য প্রদেশের বিদিশায় এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
পুলিশ বলেছে, দুই সন্তানকে হত্যা করে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেন। ওই দম্পতি তাঁদের সন্তানদের অসুস্থতা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিজেপির সাবেক সেই নেতার দুই ছেলে সন্তান আনমল (১৩) ও সার্থক (৭) মাসকুলার ডিসট্রফি (পেশিশক্তির ক্ষয়) রোগে আক্রান্ত ছিল।
বিদিশা এলাকার পুলিশ স্টেশনে এই ঘটনায় একটি মামলা হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়