আত্মবিশ্বাস কমে গিয়েছিল, ভয় পেতাম : শাহরুখ খান

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:৩৭, মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ১৭ মাঘ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

পাঠান ঝড়ে উত্তাল বলিউড। কাঁপছে বিশ্ব। চারদিকে শুধু একটাই নাম উচ্চারিত হচ্ছে। বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘পাঠান’। দীর্ঘ প্রতীক্ষা শেষে অবশেষে সিনেমার পর্দায় চলছে পাঠান। মুক্তির পরপরই জয় করে নিয়েছে বিশ্বজুড়ে দর্শকদের হৃদয়। সকলের মুখে শুধুই শাহরুখ বন্দনা। এবার শাহরুখও ধন্যবাদ জানালেন তার ভক্ত-অনুরাগী ও পাঠান দর্শকদের।

শাহরুখ খান তার সদ্য মুক্তিপ্রাপ্ত স্পাই থ্রিলার চলচ্চিত্র পাঠানের সাফল্যে সকলকে ধন্যবাদ জানিয়েছেন। সোমবার (৩০ জানুয়ারি) মুম্বাইয়ে একটি মিডিয়া কথোপকথনের সময় শাহরুখ হিন্দি চলচ্চিত্র শিল্পে প্রাণ ফিরিয়ে আনার জন্য তার ভক্ত এবং দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সঙ্গে নিজের আত্মবিশ্বাস কমে গিয়ে ভয় পাওয়ার বিষয়টিও শেয়ার করেন কিং খান।

মিডিয়ার সাথে কথা বলার সময় শাহরুখ বলেন, ‘হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন করে প্রাণ ফিরিয়ে আনার জন্য আপনাদের ধন্যবাদ। লক্ষ লক্ষ মানুষ আছে যারা আমাকে ভালোবাসে। সৃষ্টিকর্তা সব সময় আমার প্রতি সুনজর দিয়েছেন। চলচ্চিত্রের অভিজ্ঞতা হলো ভালোবাসার অভিজ্ঞতার মতো। এতে কাউকে আঘাত করা উচিত নয়।’

পাঠানের আগে বেশ কয়েকটি চলচ্চিত্র মুখ থুবড়ে পড়ায় নিজের প্রতি বেশ অনাস্থা প্রকাশ করেন শাহরুখ। নিজের আত্মবিশ্বাস কমে যাওয়া প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘আমার আত্মবিশ্বাস কমে গিয়েছিল। আমি মাঝে মাঝে ভয় পেতাম। শঙ্কায় থাকতাম। তবে আমার অনুরাগীরা পাশে ছিল।’

কিং খান আরো বলেন, ‘পাঠানকে সমর্থন করার জন্য দর্শক এবং মিডিয়ার কাছে আমরা সবাই অত্যন্ত কৃতজ্ঞ। যদিও এমন কিছু জিনিস থাকতে পারে যা সিনেমাটির মুক্তিকে বাধাগ্রস্ত করেছে, তবে সেগুলো কাটিয়ে উঠতে পেরেছি। এমনও সময় কাটিয়েছি যখন লোকেদের ডেকে তাদের অনুরোধ করতে হয়েছিল আমাদের ফিল্মটি শান্তিপূর্ণভাবে মুক্তি দিতে। চলচ্চিত্র দেখা এবং চলচ্চিত্র নির্মাণ উভয়ই ভালোবাসাময় অভিজ্ঞতা। আমি সেই সমস্ত লোকদের ধন্যবাদ জানাতে চাই যারা পাঠান মুক্তি দিতে সাহায্য করেছেন।’

হিন্দি সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ে মাত্র পাঁচ দিনে বিশ্বব্যাপী ৫৪২ কোটি আয় তুলে নিয়েছে পাঠান। সর্বোচ্চ উদ্বোধনী সপ্তাহ উপহার দিয়েছে বলিউডকে। সেই সঙ্গে ভারতে দ্রুততম ৩০০ কোটি আয় করে গড়েছে অনন্য রেকর্ড। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। একটি বিশেষ চরিত্রে ক্যামিও দিয়েছেন সালমান খান।

সূত্র : হিন্দুস্তান টাইমস

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়