মোটরসাইকেল রেজিস্ট্রেশনে লাগবে ড্রাইভিং লাইসেন্স

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:২৯, বুধবার, ৬ জুলাই, ২০২২, ২২ আষাঢ় ১৪২৯
বিআরটি

বিআরটি

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে না বলে জানিয়েছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মঙ্গলবার (৫ জুলাই) বিআরটিএ’র পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, কার্যবিবরণীর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর প্রদানের সময় সংশ্লিষ্ট গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি রেজিস্টারিং অথরিটি কর্তৃক নিশ্চিত করতে হবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো মোটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর পাবে না।

প্রসঙ্গত, চলতি বছরের জুনে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৫২৪ জন নিহত হয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়।

গত ৪ জুলাই ‘রোড সেফটি ফাউন্ডেশন’ এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জুনে সারাদেশে ৪৬৭টি সড়ক দুর্ঘটনায় ৫২৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শিশু ৭৩ জন, নারী ৬৮ জন এবং ৭৮ জন শিক্ষার্থী রয়েছে। নিহতের মধ্যে ২০৪ জন মোটরসাইকেল দুর্ঘটনার শিকার।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়