হেলিকপ্টারে বন্যাকবলিত এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:৩৮, মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৭ আষাঢ় ১৪২৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা -ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা -ফাইল ছবি

মঙ্গলবার (২১ জুন) সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে বহনকারী হেলিকপ্টার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এরপর ৯টা ৫৮ মিনিটে তিনি লালগালিচা দিয়ে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন। এরপর ১০টায় সিলেট সার্কিট হাউসের উদ্দেশে যাত্রা করেন।

বিমানবন্দর সূত্র ও আওয়ামী লীগ নেতাকর্মীরা এমন তথ্য নিশ্চিত করে।

এর আগে সকাল ৮টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি এ তিন জেলার বন্যা পরিস্থিতি দেখতে যাত্রা শুরু করেন।

নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার বন্যা কবলিত এলাকাগুলো হেলিকপ্টারযোগে পরিদর্শন করেন সরকার প্রধান।

সফরসূচি অনুযায়ী, সিলেটে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ১টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা।

দিনবদলবিডি/এমআর

সর্বশেষ

পাঠকপ্রিয়