রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু ১৭ জুলাই

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৫৮, বুধবার, ৬ জুলাই, ২০২২, ২২ আষাঢ় ১৪২৯
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১৭ জুলাই থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। চলবে ৩১ জুলাই পর্যন্ত।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১৭ জুলাই থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। চলবে ৩১ জুলাই পর্যন্ত।

আজ বুধবার (৬ জুলাই) নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিদিন চারটি দলের সঙ্গে বৈঠকে বসবে ইসি এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বুধবার বিকেল পাঁচটায় সংবাদ সম্মেলনে জানানো হবে। এ সংক্রান্ত তথ্য সাংবাদিকদের ব্রিফ করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

এর আগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করলেও দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি অংশ নেয়নি।

দিনবদলবিডি/এইচএআর

সর্বশেষ

পাঠকপ্রিয়