ঈদে নৌযানে মোটরসাইকেল বহন নিষিদ্ধ
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
ঈদের আগের ৫ দিন এবং পরের ৫ দিন নৌযান ও লঞ্চে মোটরসাইকেল বহন করা নিষিদ্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বুধবার বিআইডব্লিউটিএ থেকে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে রাখতে বেশ কঠোর সরকার। ঈদের আগে ও পরে সাত দিন এক জেলা থেকে অন্য জেলায় 'অপ্রয়োজনে' মোটরসাইকেল চলাচল করা যাবে না বলে আগেই নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
এছাড়া সম্প্রতি চালু হওয়া পদ্মা সেতু দিয়েও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সড়ক দুর্ঘটনা রোধেই মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
দিনবদলবিডি/এমআর