স্বর্ণের দাম কমল
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
দেশের বাজারে সোনার দাম কমেছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার নতুন দাম কমে হয়েছে ৯১ হাজার ৯৬ টাকা। যা এতদিন ছিল ৯২ হাজার ২৬২ টাকা। অর্থাৎ ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা।
রবিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ এ তথ্য জানানো হয়।
সোমবার থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।
দিনবদলবিডি/Rakib