প্রকাশ্যে মেয়ের প্রেমিক, অস্বস্তিতে মা!

বিনোদন ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৫৫, সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১৪ ফাল্গুন ১৪২৯
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মা জনপ্রিয় অভিনেত্রী হওয়ায় মেয়েও থাকেন লাইমলাইটে। অনেকটা বন্ধুর মতোই মা-মেয়ের সম্পর্ক। তাই মায়ের মতো ব্যক্তিগত জীবনে কোনো রাখঢাক রাখলেন না স্বস্তিকা কন্যা অন্বেষা। ঘনিষ্ঠ ছবিতে জানিয়ে দিলেন বছর ছুঁয়েছে প্রেমের বয়স।

রোববার ছিল তার প্রেম সম্পর্কের বর্ষপূর্তি। এদিন প্রেমিকের সঙ্গে একগুচ্ছ ঘনিষ্ঠ ছবি পোস্ট করলেন এই স্টারকিড। কার সঙ্গে প্রেম করছেন অন্বেষা? স্বস্তিকার হবু জামাইয়ের নাম শ্লোক চন্দন, কলকাতার ছেলে সে। মেয়ের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক অভিনেত্রীর, তাই প্রেমে সম্পর্কের খুঁটিনাটি সবটাই তার জানা।

প্রেমিকের উদ্দেশ্যে ইনস্টাগ্রামে অন্বেষা লেখেন, ‘এক বছর পূর্তির অনেক শুভেচ্ছা, আমার ভালোবাসা….উফ কী সাংঘাতিক একটা জার্নি। কিন্তু বিশ্বাস করো এই সফরের প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। তুমি যা কিছু করেছো সবের জন্য ধন্যবাদ, আমাদের প্রতিটা ঝগড়ার জন্যই আজ আমরা এইখানে। আই লাভ ইউ।’

প্রকাশিত ছবিগুলোতে কোনোটিতে অন্বেষার গালে ভালোবাসার চুমু আঁকল শ্লোক, কোথাও আবার প্রেমিককে বিছানার মাঝখানে জাপটে ধরেছে অন্বেষা। প্রেমিকের দেওয়া প্রথম উপহার, লাল বেলুনের ছবিও পোস্ট করেছেন স্বস্তিকা কন্যা। মেয়ের এই গদগদ ভালোবাসা দেখে কী প্রতিক্রিয়া স্বস্তিকার? কমেন্ট বক্সে বেশ চিন্তা জাহির করতে দেখা গেল তাকে।

মেয়ের কথার রেশ টেনে স্বস্তিকা লেখেন, ‘তবে আমার সঙ্গে বাড়িতে কে থাকবে?’ প্রেমিকার মায়ের এই করুণ আকুতি দেখে শ্লোক পাল্টা জবাবে লেখেন, ‘আমি বাধ্য হয়েই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’

প্রসঙ্গত, স্বস্তিকা যখন অষ্টাদশী তরুণী তখনই বিয়ে হয়ে যায়। সংসার বুঝে ওঠার আগেই যায় ভেঙে। ছোট্ট মেয়েকে নিয়ে ফিরে আসেন বাবার বাড়িতে। সেই ছোট্ট অন্বেষার বয়স এখন ২৩ বছর। ভারতে পড়াশোনার পর্ব শেষ করে বর্তমানে উচ্চশিক্ষা নিতে পড়ছেন কার্ডিফে।

দিনবদলবিডি/Mamun

সর্বশেষ

পাঠকপ্রিয়