সীতাকুণ্ডে ডিপোতে অগ্নিকাণ্ড: নিহত আরো ১৪ জনের পরিচয় শনাক্ত

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৯:৩৬, শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ২৪ আষাঢ় ১৪২৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণে নিহত আরো ১৪ জনের পরিচয় শনাক্ত হয়েছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে।

অগ্নিদুর্ঘটনার প্রায় এক মাস পর বৃহস্পতিবার (৭ জুলাই) এই ১৪ জনের পরিচয় শনাক্ত করে প্রতিবেদন দিয়েছে ঢাকা সিআইডির ফরেনসিক ল্যাব কর্তৃপক্ষ।

সিআইডির ফরেনসিক ল্যাবের ডিএনএ বিভাগের এসআই সাইফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, বিএম ডিপোতে আগুন ও বিস্ফোরণে পুড়ে দগ্ধ হওয়া যে সব লাশ শনাক্ত হয়নি, তাদের পরিচয় শনাক্তে স্বজনদের ডিএনএ নমুন সংগ্রহ করে পুলিশের সিআইডি বিভাগ। এই পরীক্ষার মাধ্যম ১৪ জনের লাশ শনাক্ত হয়েছে।

এ নিয়ে বিএম ডিপোতে নিহত ৫১ জনের মধ্যে ৪৩ জনের পরিচয় শনাক্ত হয়েছে। বাকি ৮ জনের লাশ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। 

দিনবদলবিডি/এমআর

সর্বশেষ

পাঠকপ্রিয়