বগুড়ায় সড়কে আটকে যাচ্ছে জুতা-গাড়ির চাকা!

জেলা সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:৫০, বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ই গলে যাচ্ছে বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন সড়কের পিচ।

বগুড়ায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ বুধবার এই জেলায় তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এতেই অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।

এদিকে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ই গলে যাচ্ছে বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন সড়কের পিচ।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায়সহ নওগাঁ-বগুড়া মহাসড়ক, সান্তাহার পৌর শহরের কয়েকটি স্থানে গিয়ে দেখা গেছে, সড়কের পিচ গলে আটকে যাচ্ছে পায়ের জুতা, গাড়ির চাকাসহ বিভিন্ন প্লাস্টিক।

জানা যায়, কয়েক দিন ধরে সারা দেশের মতো আদমদীঘিতেও প্রচণ্ড দাবদাহ চলছে। কিছুদিন ধরেই উপজেলার বিভিন্ন সড়কের কয়েকটি পয়েন্টে সড়কের পিচ 'ঘামতে' দেখা গেছে। কিন্তু বুধবার দুপুরে উপজেলার গেটের সামনে ও সান্তাহার ঢাকার রোডসহ কয়েকটি স্থানে গরমের তাপে পিচ গলে গেছে। হেঁটে যাওয়ার সময় অনেকের জুতার সোল গলে যাওয়া পিচে আটকে গিয়ে খুলে যাচ্ছে।

এ বিষয়ে বগুড়া সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, অতিরিক্ত গরমের কারণে রাস্তার পিচ গলে যেতে পারে। তবে পিচের পরিমাণ যেখানে বেশি সেই জায়গাগুলোই গলে গেছে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়