অফিসের বাথরুমে মিলল প্রাণিসম্পদ কর্মকর্তার লাশ
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. ওয়ালিউর রহমান আকন্দের ঝুলন্ত লাশ অফিসের বাথরুম থেকে উদ্ধার করেছে মেট্রোপলিটন পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুন) সকালে রংপুর নগরীর স্টেশন রোডে বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তর কার্যালয়ের অতিথি কক্ষের একটি বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলার বদলাগাড়ী গ্রামে।
অফিস পিয়ন বদিউজ্জামান বলেন, ‘সকালে স্যারকে অফিসরুমে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করি। একপর্যায়ে তৃতীয় তলায় অতিথি কক্ষের বাথরুমের দরজা ভাঙলে স্যারের ঝুলন্ত লাশ দেখতে পাই। এরপর অফিসের সবাইকে খবর দিলে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা চলে আসেন। পরে পুলিশকে খবর দেই।’
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, তথ্য পেয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরে এসে অতিথি কক্ষের তিনতলার বাথরুমে ওয়ালিউর রহমান আকন্দের ঝুলন্ত মরদেহ দেখতে পান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে আসল ঘটনা জানা যাবে।
দিনবদলবিডি/এইচএআর