প্রথমবারের মতো বাংলাদেশকে এলএনজি রপ্তানির প্রস্তাব দিলো রাশিয়া
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির প্রস্তাব দিয়েছে রাশিয়া।
১৩ মার্চ ভার্চুয়ালি শুরু হওয়া রাশিয়া-বাংলাদেশ আন্তঃসরকারি কমিশনের বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত চতুর্থ অধিবেশন চলাকালে এই প্রস্তাব দেওয়া হয়।
ইকোনমিক রিলেশনস ডিভিশনের (ইআরডি) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আমরা রাশিয়ার প্রস্তাবের বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সাথে কথা বলব। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে।
তিনি বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়গুলো চূড়ান্ত করার আগে সাধারণ বিষয় নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশে বর্তমানে দৈনিক ৩,৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও এক্ষেত্রে বেশ ঘাটতি রয়েছে। এরমধ্যে ২,২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আসে অভ্যন্তরীণ উৎস থেকে, আরো ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আসে এলএনজি আমদানি থেকে।
বাংলাদেশ এতদিন ধরে কাতার ও ওমান থেকে এলএনজি আমদানি করে আসছে। প্রথমবারের মতো রাশিয়া এ দেশের সরকারি পর্যায়ে এলএনজি রপ্তানির প্রস্তাব দিয়েছে।
দিনবদলবিডি/এমআর