প্রথম আলোর নিবন্ধন বাতিল চেয়ে শহীদ মিনারে মানববন্ধন

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫২, বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ২৩ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রথম আলোতে প্রকাশিত আলোচিত প্রতিবেদনটিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে পত্রিকাটির নিবন্ধন বাতিলের দাবি জানানো হয়েছে। ৬ এপ্রিল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘স্বাধীনতা সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক জিনাত হুদা, ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এম অহিদুজ্জামান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সংসদসদস্য আসাদুজ্জামান নূর, অভিনেতা পীযুষ বন্দ্যোপাধ্যায় বক্তব্য দেন।

মানবন্ধনে অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা নিয়ে কটাক্ষ করা, বিভিন্নভাবে স্বাধীনতার মূল্যবোধকে বিনষ্ট করার অপপ্রয়াসের প্রতিবাদে এবং মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মর্যাদা সমুন্নত রাখার দাবিতে আমরা সমবেত হয়েছি। ১/১১ এর কুশীলবরা এখনও সমাজে আছে, নানা ধরণের অপপ্রয়াস তারা নিচ্ছে।  দেশের বিরুদ্ধে চক্রান্তকারীদের শাস্তিও দাবি করেন তারা।

বিভিন্ন সংগঠনের সংগঠকরা বলেন, যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নাম উন্নয়নের রোল মডেল হিসেবে বারবার উচ্চারিত হচ্ছে, আগামী জাতীয় নির্বাচনও এগিয়ে আসছে, ঠিক এ সময়ে নানা অপকৌশল শুরু হয়েছে। এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া সাংস্কৃতিক অঙ্গনের মৌলিক দায়িত্ব।

তারা বলেন,দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে মাঠে নেমেছে স্বাধীনতাবিরোধী চক্র। প্রথম আলো পত্রিকা এ অপকর্মে যুক্ত হয়েছে। তাই এই পত্রিকার বিরুদ্ধে সকলের সম্মিলিতভাবে সোচ্চার হতে হবে। মহান স্বাধীনতার মর্যাদা সমুন্নত রাখতে আমাদের এ ধরণের প্রয়াস অব্যাহত থাকবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলম ও মনোরঞ্জন ঘোষাল, অভিনয় শিল্পী তারিন জাহান, তানভীন সুইটি, ঊর্মীলা শ্রাবন্তী কর, চিত্রনায়ক রিয়াজ, কবি ও সাবেক সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, প্রথম আলোর বিরুদ্ধে মামলাদায়েরকারী মশিউর মালেক  প্রমুখ।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়