লিটনকে ছাড়াই ব্যাটিংয়ে কলকাতা
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এ ম্যাচেও নাইটদের ডেরায় সুযোগ হয়নি বাংলাদেশি লিটন দাসের।
রোববার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২২তম ম্যাচে ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাইয়ের বিপক্ষে লড়াই করবে কলকাতা। ম্যাচটি মাঠে গড়াবে বিকেল ৪টায়। এ ম্যাচে জয় ছিনিয়ে নিতে দু’দলই মুখিয়ে আছে।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক সূর্যকুমার যাদব।
এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে কলকাতা। ফলে আইপিএল অভিষেকের অপেক্ষা আরো দীর্ঘ হল লিটনের।
দিনবদলবিডি/Enam