চলতি মাসেই বাংলাদেশে আসছে পাকিস্তান

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:০৮, বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৬ বৈশাখ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

চলতি মাসের ২৬ তারিখে ঢাকায় আসবে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এ সফরে টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাবর-আফ্রিদিদের উত্তরসূরীরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ২০২২ সালেও পাকিস্তান যুব দলের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল বাংলাদেশের যুবারা। এবারো পূর্ণাঙ্গ সিরিজই খেলবে দুই দল। যেখানে একটি চার দিনের ম্যাচের সঙ্গে পাঁচটি একদিনের ও একটি টি-২০ ম্যাচও খেলবে তারা।

আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হওয়া চার দিনের ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে ৬ ও ৮ মে হবে সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচ।

এরপর রাজশাহীতে যাবে দুই দল। যেখানে শেষ তিনটি একদিনের ম্যাচ ও একমাত্র টি-২০ হবে। ম্যাচগুলো যথাক্রমে মাঠে গড়াবে ১১, ১৩ ও ১৫ মে। একমাত্র টি-২০ মাঠে গড়াবে ১৭ মে। 

দিনবদলবিডি/Enam

সর্বশেষ

পাঠকপ্রিয়