আরো ১১ লাখ ডোজ করোনার টিকা দিলো ডব্লিউএইচও

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:২৯, মঙ্গলবার, ২ মে, ২০২৩, ১৯ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বাংলাদেশকে বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের জন্য আরো ১১ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মঙ্গলবার জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানিয়েছেন  ।  

তিনি বলেন, বুস্টার ডোজ হিসেবে দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ১১ লাখ ডোজ কোভিড ভ্যাকসিন পাওয়া গেছে। আরো ১০ লাখ ডোজ শিগগিরই পাওয়া যাবে। এসব ভ্যাকসিন ১২ বছরের ওপরের বয়সীদের দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এখন পর্যন্ত কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ ১৫ কোটি, দ্বিতীয় ডোজ ১৪ কোটি ৫০ লাখ এবং বুস্টার ডোজ হিসেবে ৭ কোটি ডোজ দেওয়া হয়েছে।
 

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়