নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় তেলবাহী জাহাজে বিস্ফোরণ, আহত ৮

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:০০, রবিবার, ৪ জুন, ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নোঙর করা তেলবাহী জাহাজে বিস্ফোরণে আটজন আহত হয়েছেন৷

আহতরা হলেন- জাহাজটির স্টাফ আ. মান্নান রাহাদ, হুমায়ুন কবির, তাজুল ইসলাম লিমন, ইমতিয়াজ আহমেদ, রুবেল, সোহেল, নাজমুল ও রাকিব। তাদের মধ্যে দগ্ধ পাঁচজন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন৷

শনিবার রাত দেড়টার দিকে উপজেলার গাজী সেতুর পাশে দড়িকান্দি ডকইয়ার্ডে নিজস্ব জেটিতে নোঙর করে রাখা ‘ও টি সাংহাই-৮’ নামে তেলবাহী ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে বলে জানান রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান।

পরিদর্শক আতাউর রহমান বলেন, বন্দরে তেল খালাস করার পর খালি জাহাজটি ঘাটে নোঙর করা ছিল৷ রাতে ট্যাংকারের ভেতরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফেরণ ঘটে৷ মুহূর্তেই জাহাজটিতে আগুন ধরে গেলে শ্রমিক ও কর্মচারীরা দগ্ধ হন৷ তাদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন৷ তবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি৷

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়