বরিশাল সিটি নির্বাচন: আবুল খায়ের আবদুল্লাহর পাশে ১৪ দল
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
আসন্ন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাচনে ১৪ দলকে পাশে পাচ্ছেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। দলগুলোর হাইকমান্ডের নির্দেশে তার পাশে দাঁড়িয়েছেন ১৪ দলের নেতারা। নৌকার পক্ষে নগরীর অলিগলিতে চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতিও।
১৪ দলের নেতৃবৃন্দ প্রচার শুরু করেছে জানিয়ে এ বিষয়ে ওয়ার্কার্স পার্টির বরিশাল মহানগর সদস্য শামিল শাহরুখ তমাল বলেন, গত ০২ জুন, থেকে ১৪ দলের নেতৃবৃন্দ সিটি নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে প্রচার শুরু করেছেন।
‘তারা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সাধারণ মানুষের মাঝে নৌকার প্রার্থীর লিফলেট বিতরণ করেন। এ সময় তারা নৌকা প্রতীকে ভোট দেওয়ারও আহবান জানান।’
প্রচারকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সভাপতি নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ টিপু সুলতান, সদস্য মোজাম্মেল হক ফিরোজ, মোতালেব হাওলাদার, জাসদের অ্যাডভোকেট আব্দুল হাই মাহাবুব, ন্যাপের সাজ্জাদ আহম্মেদ, সাম্যবাদী দলের আব্দুর রাজ্জাক ভূঁইয়া উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১২ জুন নগরীর ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নগরীতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।
দিনবদলবিডি/Rony