ঈদকে কেন্দ্র করে গতি বেড়েছে রেমিট্যান্সে

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:২৫, বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ১ আষাঢ় ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

ঈদকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহে গতি এসেছে। স্বাভাবিকের চেয়ে প্রবাসীরা দেশে পাঠাচ্ছেন বেশি অর্থ।   বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি মাসের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৫৭ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ হাজার ২৪৫ কোটি টাকা।

কেন্দ্রিয় ব্যাংকের তথ্যানুযায়ী, প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৪০ লাখ ডলার বা ৬৯৪ কোটি টাকা। ধারণা করা হচ্ছে, এই ধারা অব্যাহত থাকলে জুন মাসে রেমিট্যান্স আসতে পারে দুই বিলিয়ন ডলারের কাছাকাছি। গত মে মাসে ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলনে প্রবাসীরা।

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের ৯ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ২১ লাখ ১০ হাজার ডলার এসেছে।

দিনবদলবিডি/Anamul

সর্বশেষ

পাঠকপ্রিয়