খেলার মাঠে বজ্রপাত, ১৮ দর্শক আহত

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:৩৪, শনিবার, ১৬ জুলাই, ২০২২, ১ শ্রাবণ ১৪২৯
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বজ্রপাতে আহত রমজান আলী কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সজিব হোসেন জানান…

মানিকগঞ্জ সদরে ফুটবল খেলা দেখতে গিয়ে বজ্রপাতে ১৮ জন দর্শক আহত হয়েছেন।

শুক্রবার (১৫ জুলাই) বেলা সাড়ে ৪টার দিকে সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ মাঠে বজ্রপাতের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

মানিকগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ব্রাদার ফেরদৌস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বজ্রপাতে আহতদের জরুরি বিভাগে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকিদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বজ্রপাতে আহত রমজান আলী কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সজিব হোসেন জানান, সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের বাবা ইউসুফ আলীর নামে গোল্ডকাপ টুর্নামেন্টর নক-আউট পর্বের খেলা ছিল। খেলা দেখার জন্য মাঠের পাশে আসতেই বজ্রপাত হয় এবং তারা আহত হন। পরে মাঠে উপস্থিত অন্য দর্শকরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়