স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় সুইডেন

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:৩৯, শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৪ ভাদ্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

নারী বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠা স্পেনের কাছে হেরে ফাইনাল খেলার স্বপ্ন ত্যাগ করতে হয়েছিল শক্তিশালী সুইডেনের। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে টুর্নামেন্টটির সহ আয়োজক অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করল দলটি।

 

এই নিয়ে নারী বিশ্বকাপে চারবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে চারবারই তৃতীয় হলো সুইডেন। এর আগে ১৯৯১, ২০১১ ও ২০১৯ সালে তৃতীয় হয়েছিল দলটি।

আর ইংল্যান্ডের কাছে ফাইনালে ওঠার লড়াইয়ে ৩-১ গোলে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। ফাইনালের স্বপ্নভঙ্গ হওয়া দল দুইটি তাই নেমেছিল তৃতীয় স্থান নির্ধারণী এই ম্যাচে।

র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে থাকা সুইডেনের বিপক্ষে কয়েকটি আক্রমণ গড়লেও দাপট দেখিয়েছে সুইডেনই। ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টিতে সুইডেনকে এগিয়ে দেন ফ্রিডোলিনা রোলফো। আর ৬২ মিনিটে দ্বিতীয় গোল করেন সুইডিশ অধিনায়ক কোসোভারে অ্যাসলানি।

আগামীকাল রোববার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। এর আগে কোনো দলই শিরোপার দেখা না পাওয়ায় নতুন বিশ্বচ্যাম্পিয়ন দেখতে যাচ্ছে নারী ফুটবল।

দিনবদলবিডি/Rakib

সর্বশেষ

পাঠকপ্রিয়