ফিলিস্তিনের জন্য ঢাকায় কনসার্ট ‘টু গাজা ফ্রম ঢাকা’

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:৪৬, রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ২০ কার্তিক ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন করে সরব হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। এবার এ তালিকায় নাম উঠল বাংলাদেশের সংগীতশিল্পীদের।

 

ফিলিস্তিনের মানুষের জন্য আর্থিক তহবিলের সংগ্রহে একটি কনসার্টের আয়োজন করেছে ‘আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট’। গণহত্যাবিরোধী এ কনসার্ট থেকে অর্জিত অর্থ ‘রেড ক্রিসেন্ট’ অথবা ‘প্যালেস্টাইন চিলড্রেন্স ফান্ড’-এর মাধ্যমে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত অসহায় বেসামরিক জনগণের খাবার ও চিকিৎসার জন্য পাঠানো হবে। কনসার্টটির নাম ‘টু গাজা ফ্রম ঢাকা’।

কনসার্টের আয়োজকদের অন্যতম সদস্য গায়ক আহমেদ হাসান সানী বলেন, ‘‘আমাদের স্বাধীনতা সংগ্রামকালেও বহু শিল্পী পৃথিবীর নানা প্রান্ত থেকে কথা বলেছেন—‘গণহত্যা বন্ধ করো’। আমরা তাদেরই উত্তরসূরি। কনসার্টটি কোনো ব্যক্তিগত আয়োজনের নয়। তাদের সেই বলার সাহস নিয়েই আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট থেকে আমাদের এই আয়োজন। এখানে সবাই নিজেদের ইচ্ছায় অংশগ্রহণ করতে পারবে।’’

তিনি আরও বলেন, ‘কনসার্টের পাশাপাশি কার্টুনিস্ট মোরশেদ মিশু শহরের দেয়ালে দেয়ালে ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী গ্রাফিতি আঁকবেন। আমরা দুজনই প্রথম ফিলিস্তিনের জন্য কিছু করার তাগিদে এক হয়েছি। কনসার্টের ভাবনা ভেবেছি। এখানে যেকোনো শিল্পী তাঁর যেকোনো কাজ নিয়ে আমাদের সঙ্গী হতে পারবেন। হোক ছবি আঁকা, দেয়ালচিত্র তৈরি বা যেকোনো কিছু।’

কনসার্টে লাইনআপ প্রসঙ্গে সানী বলেন, ‌‘‘আমরা পারফর্ম করার জন্য এখন পর্যন্ত কনফার্ম করেছি সংগীতশিল্পী মাশা ইসলাম, ব্যান্ড কার্নিভাল, ব্যান্ড বাংলা ফাইভ, র‍্যাপার শাফায়েত ও গায়ক আসির আরমানকে। এ ছাড়া ‌দেশের জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাকের মাকসুদ ভাইসহ অন্যান্য ব্যান্ডশিল্পীদের সঙ্গেও কথা হচ্ছে। প্রতিদিনই আমাদের পারফরমারের লিস্ট বড় হচ্ছে। আশা করছি সবাই মিলে বড় কিছু হবে।’’

আগামী ১৪ নভেম্বর কনসার্টটির তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে এ তারিখ বদলে যেতে পারে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। তবে কেউ যদি নিপীড়িতদের জন্য আরও বেশি সহায়তা করতে চান তারও ব্যবস্থা আছে বলে জানান আয়োজক সানী। 

দিনবদলবিডি/Mamun

সর্বশেষ

পাঠকপ্রিয়