টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক হচ্ছে দীপুর

স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:২০, মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এ ম্যাচ দিয়ে টেস্ট ফিরছে পাঁচ বছর পর। বিশ্বকাপের ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই আবার মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। এবার বাংলাদেশের চ্যালেঞ্জ টেস্ট সিরিজ। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সিলেটের লাক্কাতুরায় অবস্থিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৩তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে নাজমুল হোসেন শান্তর। প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নতুন অধিনায়কের অধীনে শুরু হচ্ছে বাংলাদেশের নতুন চ্যালেঞ্জ।

দু দলের জন্য শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের পথচলা। নিউজিল্যান্ডের স্বপ্নটা যেখানে আকাশ ছোঁয়া, বাংলাদেশ খুঁজে ফিরছে ঘরের মাঠের জয়। টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৯ ম্যাচে কেবল একটিতেই তারা জিতেছে। 

এই ম্যাচে নতুন এক ক্রিকেটারের অভিষেকও দেখছে বাংলাদেশ। সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে এই টেস্টে জায়গা পাচ্ছেন শাহাদাৎ হোসেন দিপু। দলে ওপেনার হিসেবে আছেন মাহমুদুল হাসান জয় এবং জাকির হোসেন। আর লিটন দাসের স্থলে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান।

বিশ্বকাপের পর বাংলাদেশ ও নিউজিল্যান্ড টেস্ট সিরিজটাতে তেমন কোনো আগ্রহ নেই কারো। যদি না অঘটন কিছু ঘটে যায়। এদিকে বাংলাদেশ দলে নেই মাহমুদউল্লাহ, সাকিবের মতো খেলোয়াড়রা। দলে শান্তর উপর ভরসা রেখেই মাঠে নেমেছে টাইগাররা। আর বিশ্বকাপে বাংলাদেশ দলের হতাশাজনক পারফরমেন্সের কারণে সমর্থকরাও তেমনটা আগ্রহ দেখাচ্ছে না এই সিরিজ নিয়ে। তবে বিশ্বকাপ ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে আদর্শ এক সিরিজ হতে পারে বাংলাদেশের জন্য। 

এই টেস্টে বাংলাদেশ একাদশ সাজিয়েছে একজন পেসার নিয়ে। শরীফুল ইসলামের পাশাপাশি বোলিং বিভাগ সামাল দিবেন তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ এবং নাঈম হাসান।

নিউজিল্যান্ড দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন ইশ সোধি এবং এজাজ প্যাটেল। দলে খুব বেশি চমক রাখা হয়নি। কেইন উইলিয়ামসন আছেন মূল একাদশে। 

বাংলাদেশ একাদশ: 
 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান ।

নিউজিল্যান্ড একাদশ:
টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, এজাজ প্যাটেল।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়