ম্যানিলায় বিশ্ববিদ্যালয়ে গুলি, সাবেক মেয়রসহ নিহত ৩

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:০৯, সোমবার, ২৫ জুলাই, ২০২২, ১০ শ্রাবণ ১৪২৯
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটেছে। এতে…

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটেছে। এতে সাবেক এক মেয়রসহ ৩ জন নিহত হয়েছেন।

নিহত মেয়রকেই হত্যাকারী টার্গেট করেছিল বলে আশঙ্কা পুলিশের। হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর রয়টার্স ও এনডিটিভি।

ম্যানিলার কুয়েজন শহরে অবস্থিত আটেনিও ডি ম্যানিলা বিশ্ববিদ্যালয়। রবিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়টিতে আইন বিভাগের গ্রাজুয়েটদের সমাবর্তনের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

মেয়ের সঙ্গে সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন দক্ষিণাঞ্চলীয় বাসিলান অঞ্চলের লামিটান শহরের সাবেক মেয়র রোজ ফুরিগা।

কুয়েজন সিটি পুলিশ প্রধান রেমুস মেডিনা জানান, গুলিতে ওই মেয়রসহ তিনজন নিহত হয়েছে। মেয়রের মেয়ে গুলিতে আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক নয়।

পুলিশপ্রধান বলেন, আমরা আশঙ্কা করছি, সাবেক মেয়র রোজ ফুরিগাকে হত্যার জন্য এই হামলা চালানো হয়েছে। হামলাকারীও লামিটান শহরের বাসিন্দা। তিনি জঙ্গী গোষ্ঠীর সদস্য হতে পারেন। বাসিলান অঞ্চলটিতে আইএসপন্থী আবু সায়াফ গোষ্ঠী সক্রিয়।

পুলিশ জানায়, সাবেক মেয়রকে গুলি করে পালানোর সময় হামলাকারী যুবক ক্যাম্পাসের নিরাপত্তা কর্মকর্তাদের গুলিতে আহত হয়েছে। তাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার হাতে দুটি পিস্তল ছিল।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় শহরের মেয়র জয় বেলমন্তে।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়