পদত্যাগ করলেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:১৩, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

মন্ত্রিসভায় রদবদলের পর হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পানপ্রি বাহিদ্দা-নুকারা। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আজ রবিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, মন্ত্রিসভায় রদবদলে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব হারানোর পর পার্নপ্রি বাহিদ্ধা-নুকারা পদত্যাগের ঘোষণা দেন। দেশটির সরকারি রাজকীয় গেজেটে প্রকাশিত মন্ত্রিসভার তালিকায় দেখা যায়, পার্নপ্রি কেবল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি দেশটির উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন তিনি।

এ বিষয়ে দেশটির সরকারের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, তিনি বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবেন।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার অনুমোদন দিয়েছে থাইল্যান্ডের রাজা। মন্ত্রিসভায় রদবদল এনে পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা-নুকারাকে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গেজেট প্রকাশিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই পানপ্রি বাহিদ্দা-নুকারা পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়