শীর্ষে থেকেই বছর শেষ করছে আর্জেন্টিনা

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:৪৮, শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৭ পৌষ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

আর্জেন্টিনার পরই আছে ফ্রান্স। তিনে অবস্থান করছে ইংল্যান্ড। গত মাসে প্রকাশিত র‍্যাংকিংয়েও সেরা তিনে ছিল তারা। সেরা তিনের মতোই সেরা দশেও কোনো পরিবর্তন আসেনি। পাঁচে আছে ব্রাজিল।

ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে থেকেই বছর শেষ করতে যাচ্ছে আর্জেন্টিনা। গতকাল বৃহস্পতিবার ২০২৩ সালের সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। যেখানে শীর্ষে আছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার পরই আছে ফ্রান্স। তিনে অবস্থান করছে ইংল্যান্ড। গত মাসে প্রকাশিত র‍্যাংকিংয়েও সেরা তিনে ছিল তারা। সেরা তিনের মতোই সেরা দশেও কোনো পরিবর্তন আসেনি। পাঁচে আছে ব্রাজিল।

গত বছরের ডিসেম্বরে কাতারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতলেও বছর শেষের র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান ছিল দুইয়ে। শীর্ষে ছিল ব্রাজিল। ফিফা ২০২৩ সালে প্রথম র‍্যাঙ্কিং হালনাগাদ করে এপ্রিলে। তখন ব্রাজিলকে টপকে শীর্ষে উঠে আসে আর্জেন্টিনা। সেই থেকে বছরের বাকি ছয় হালনাগাদ র‍্যাংকিংয়েও ১ নম্বর স্থান ধরে রাখে লিওনেল মেসির দল।

দিনবদলবিডি/Nasim

সর্বশেষ

পাঠকপ্রিয়