ভোটের মাঠে ৬৫৩ বিচারিক হাকিম, দেবেন যে সাজা
নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
ব্যালট পেপার ছিনতাই বা ধ্বংস করা, ভোটদানে বাধা বা বাধ্য করা ও ভোটকেন্দ্রের পরিবেশ ভোটের উপযোগী না রাখা শাস্তিযোগ্য অপরাধ। আর এসব অভিযোগ পেলে আমলে নিয়ে নির্বাচনী মাঠেই সংক্ষিপ্ত বিচারে তিন থেকে সাত বছরের দণ্ড দিতে পারবেন বিচারিক হাকিমরা।
দ্বাদশ সংসদ নির্বাচনে তাৎক্ষণিক বিচারকাজ চালাতে মাঠে রয়েছেন ৬৫৩ বিচারিক হাকিম। নিজেদের দায়িত্ব পালনে ৫ জানুয়ারি তাদের মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন। ভোটের আগে-পরে পাঁচদিন থাকবেন তারা।
ইসির আইন শাখা বলছে, ব্যালট পেপার ছিনতাই বা ধ্বংস করা, ভোটদানে বাধা বা বাধ্য করা ও ভোটকেন্দ্রের পরিবেশ ভোটের উপযোগী না রাখা শাস্তিযোগ্য অপরাধ। আর এসব অভিযোগ পেলে আমলে নিয়ে নির্বাচনী মাঠেই সংক্ষিপ্ত বিচারে তিন থেকে সাত বছরের দণ্ড দিতে পারবেন বিচারিক হাকিমরা।
দিনবদলবিডি/Rabiul