টাঙ্গাইল-১ আসনে ভোট বর্জনের ঘোষণা জাপা প্রার্থীর
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) লাঙ্গলের প্রার্থী সার্জেন্ট (অব.) মোহাম্মদ আলী। তিনি ছিলেন কৃষিমন্ত্রী ড. রাজ্জাকের প্রতিদ্বন্দ্বী।
রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণের শেষ দিকে তিনি এ ঘোষণা দেন।
জাতীয় পার্টির লাঙ্গলের প্রার্থী সার্জেন্ট (অব.) মোহাম্মদ আলী জানান, মধুপুরের প্রতিটি ভোটকেন্দ্রেই আমার লোকজনদের ক্ষমতাসীন দলের কর্মীরা বের করে দেয়। এরপর তারা জোর করে নিজেদের মতো করে ভোট দেয়।
দিনবদলবিডি/Nasim