সাকিবের বিজয়ে শিশিরের আবেগঘন স্ট্যাটাস

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০২:৩১, সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ২৪ পৌষ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও ক্রিকেটার সাকিব আল হাসান। 

নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩টি ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব মার্কার অ্যাডভোকেট কাজী রেজাউল পেয়েছেন ২ হাজার ৮৫৫ ভোট।

সাকিবের বিজয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার স্ত্রী উম্মে শিশির আল হাসান। সোশ্যাল মিডিয়া ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘একটা নতুন শুরুর জন্য তোমাকে অভিনন্দন প্রিয় স্বামী। তুমি জীবনের প্রতিটা ক্ষেত্রেই বিজয়ী হয়েছিলে। যদিও আমি সেখানে ছিলাম না। তবে আমার সমর্থন সবসময় তোমার পাশে ছিল। মাগুরার লোকদের অসংখ্য ধন্যবাদ নিজেদের ঘরের ছেলেকে এতটা ভালোবাসা এবং সম্মান দিয়ে বরণ করার জন্য।’

ক্রিকেট মাঠে সাকিবকে সবসময়ই অনুপ্রেরণা জুগিয়েছেন শিশির। ক্যারিয়ারের নানা উত্থান-পতনে স্বামীর পাশে থেকেছেন তিনি। রাজনীতির মাঠে সাকিবের সাফল্যেও একই ভূমিকা পালন করলেন শিশির।

দিনবদলবিডি/Nasim

সর্বশেষ

পাঠকপ্রিয়