আশুরার তারিখ জানা যাবে শুক্রবার
নিজস্ব প্রতিবেদক || দিন বদল বাংলাদেশ
বাংলাদেশের আকাশে কোথাও মহররম মাসের চাঁদ দেখা গেলে তা…
হিজরি সনের প্রথম মাস হলো মহররম। এ মাসের ১০ তারিখ পবিত্র আশুরা। ১৪৪৪ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা এবং আশুরার তারিখ নির্ধারণে শুক্রবার (২৯ জুলাই) সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
এদিন সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা বসবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
বৃহস্পতিবার (২৮ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও মহররম মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হলো।
দিনবদলবিডি/আরএজে