বৈধপথে রেমিটেন্স পাঠানোই অধিক লাভ!

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৫৯, সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ২৯ মাঘ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

  • সামান্য লাভের আশায় হুন্ডির মাধ্যমে অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা
  • একদিকে জিনিসপত্রের দাম বাড়ছে
  • অন্যদিকে বৈধ পথে টাকা পাঠালে তা কোষাগারে জমা হয় 

বাংলাদেশের উন্নতি ও অগ্রগতির এক অন্যতম সোপান রেমিট্যান্স। প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্সে গড়ে ওঠা স্তম্ভে মজবুত হয়েছে বাংলাদেশের অর্থনীতি। তবে এর জন্য ব্যাংকের মাধ্যমে বৈধ পথে টাকা পাঠানো জরুরী। 

বৈধ পথে রেমিট্যান্স বাড়াতে প্রতি ডলারের বিপরীতে তাদের বাড়তি টাকা দেওয়া হচ্ছে। বর্তমানে প্রবাসীরা বিনিময় হারের সঙ্গে বাড়তি ৫ শতাংশ প্রণোদনা পাচ্ছেন।  যা হুন্ডি ব্যবসায়ীদের দেওয়া লাভের প্রায় কাছাকাছি। 

সামান্য লাভের আশায় হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানোর কারণে জিনিসপত্রের দাম বাড়ছে। অন্যদিকে বৈধ পথে টাকা পাঠালে তা সরকাররের কোষাগারে জমা হয়। 

যাতে নিত্যপণ্যের আমদানী সহজ হয়, সম্ভব হয় দাম কমানোও। তাই হুন্ডির চেয়েবৈধ চ্যানেলে টাকা পাঠানোই অধিক লাভ।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়