গণতন্ত্র পুনরুদ্ধারে ভারতের সহযোগিতা চেয়ে ভারতীয় পন্য বয়কটেই সমর্থন বিএনপির!

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০১, বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৭ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

সরকার পতনের আন্দোলনে বারবার ব্যর্থ হয়ে ‌রাজনীতির ময়দানে 'হতাশ' মাঠের বিরোধী দল বিএনপি। দলটি যে কর্মসূচি দিচ্ছে সেটিই পড়ছে মুখথুবড়ে। এমন প্রেক্ষাপটে একদিকে গণতন্ত্র পুনরুদ্ধারে ভারতের সহযোগিতা কামনা অন্যদিকে ভারত বিরোধী সেন্টিমেন্ট কাজে লাগাতে ভারতীয় পন্য বয়কটের ডাকও দেয়া হচ্ছে, যা নিয়ে নতুন সমালোচনার জন্ম দিয়েছে বিএনপি। এমন কান্ডে দলটির একই অঙ্গে 'বহুরুপ' বলে অখ্যায়িত করছেন বিশ্লেষকরা।

তথ্য মতে, গত ১৮ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ভারতের সহযোগিতায় আমরা অল্প সময়ে স্বাধীন হয়েছি। আজকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারেও আমরা ভারতের সহযোগিতা কামনা করছি। অন্যদিকে গত ২০ মার্চ নিজের গায়ের ভারতীয় চাদর জনসম্মুখে ছুঁড়ে ফেলে ভারতীয় পণ্য বর্জনের আনুষ্ঠানিক সূচনা করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সমালোচকরা বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে ভারতের সহযোগিতা চায় বিএনপি, আবার তারাই কিনা ভারতের পণ্য বয়কটের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন, যা দ্বিচারীতার জ্বলন্ত উদাহরণ। এটি রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকান্ড। বারবার ব্যর্থতা ধরা দেয়ায় কোনো সিদ্ধান্তের উপরই অটল থাকতে পারছে না হতাশাগ্রস্ত বিএনপি। ফলে কোনো আন্দোলনেরই সুফল মিলছে না তাদের।

দিনবদলবিডি/Anamul

সর্বশেষ

পাঠকপ্রিয়