জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:৪৮, সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ২৫ চৈত্র ১৪৩১
ফাইল ফটো

ফাইল ফটো

হিজরি ১৪৪৬ সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার লক্ষ্যে ৯িএপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। 

পবিত্র ঈদুল ফিতর কবে হবে, তা নির্ধারণ করতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খান। এ দিন মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে জানাতে। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

এছাড়া জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর যাবে চাদ দেখার তথ্য।

দিনবদলবিডি/Hossain

সর্বশেষ

পাঠকপ্রিয়