কানাডায় বাঙালিদের বর্ণিল বর্ষবরণ

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:১৪, সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ২ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

টরন্টোর মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন শত শত প্রবাসী বাঙালি। সাপ্তাহিক ছুটির জন্য এবারের বর্ষবরণ বিগত বছরের আয়োজনকে ছাড়িয়ে গেছে। ড্যানফোর্থস্থ মেট্রো মল থেকে শুরু হয়ে ডেন্টোনিয়া পার্কে শহীদ মিনারে গিয়ে শোভাযাত্রা শেষ হওয়া।

কানাডায় ধুমধাম আয়োজনে পালিত হলো বাংলা নববর্ষ। বাঙালির নতুন বছর উদযাপন উপলক্ষে দেশটির বিভিন্ন শহরে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়। বিশেষ করে টরন্টোতে শত সহস্র বাঙালির সম্মিলিত নববর্ষের আহ্বানে মঙ্গল শোভাযাত্রা, গান, নৃত্য, আবৃত্তি ও বাঙালির যাপিত জীবনের নানা উপকরণের প্রদর্শনী আর বৈশাখী মেলার ভেতর দিয়ে মনে হয় যেন এক টুকরা বাংলাদেশ।


টরন্টোর মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন শত শত প্রবাসী বাঙালি। সাপ্তাহিক ছুটির জন্য এবারের বর্ষবরণ বিগত বছরের আয়োজনকে ছাড়িয়ে গেছে। ড্যানফোর্থস্থ মেট্রো মল থেকে শুরু হয়ে ডেন্টোনিয়া পার্কে শহীদ মিনারে গিয়ে শোভাযাত্রা শেষ হওয়া।


এরপর শিল্পী ফারহানা শান্তার পরিচালনায় সমববেত কণ্ঠে বর্ষবরণের গান- 'এসো হে বৈশাখ এসো এসো...' গাওয়ার পর দীর্ঘ ৪ ঘণ্টাব্যাপী চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের এক পর্যায়ে নৃত্যশিল্পী অরুণা হায়দারদের সাথে অংশ নেন টরন্টোর মেয়র অলিভিয়া চাও। তিনি নীল রঙের বাঙালি সালোয়ার কামিজ পড়ে মঞ্চে উঠে নাচ দেখিয়ে সবাইকে চমকে দেন! এছাড়া টরন্টোতে ঘরে ঘরে চৈত্র সংক্রান্তি, পান্তা-ইলিশও ছিলো বৈশাখী উসৎবের অংশ।


এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্টুডো এক বার্তায় পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশের বৈশাখী উসৎবে শুভেচ্ছা জানান।

দিনবদলবিডি/Hossain

সর্বশেষ

পাঠকপ্রিয়