বাংলাদেশ-ভারত সব ম্যাচ সিলেটে

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৯:৫৬, বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এ মাসে বাংলাদেশ সফরে আসছে ভারতের নারী ক্রিকেট দল। বাংলাদেশ নারী ক্রিকেট দলের এটাই প্রথম পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

২৩ এপ্রিল বাংলাদেশে আসবে ভারতীয় দল। ২৮ এপ্রিল  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে প্রথম এবং ৩০ এপ্রিল একই মাঠে দ্বিতীয় ম্যাচ। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

২ ও ৬ মে পরের দুই ম্যাচ সিলেট স্টেডিয়ামের বাইরের মাঠে। এ দুই ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। ৯ মে শেষ ম্যাচটি আবার মূল মাঠে শুরু সন্ধ্যা ৬টায়।

সিরিজের জন্য ভারতীয় দলে নতুন মুখ দুজন। তারা হলেনÑ আশা শোভানা ও সাজানা সজীবন। এ ছাড়া দুই বছর পর দলে ফিরেছেন শ্রেয়াঙ্কা পাতিল ও দয়ালন হেমলতা।

ভারত নারী দল: হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দয়ালন হেমলতা, সাজানা সজীবন, রিকা ঘোষ (উইকেটকিপার), ইয়াশতিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সায়কা ইসহাক, আশা সোভানা, রেনুকা সিং ও তিতাস সাধু।

 

দিনবদলবিডি/Anamul

সর্বশেষ

পাঠকপ্রিয়