ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণে ড্রোন প্রযুক্তি আনছে বাংলাদেশ!

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:৫৯, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও বৈরি আবহাওয়াজনিত কারণে হওয়া ফসলের রোগ শনাক্ত করতে রিমোট সেন্সিং ও ড্রোন আনার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ১৬ এপ্রিল ঢাকায় এক অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মলয় চৌধুরী ও এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।

জানা যায়, কৃষি উৎপাদনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জাপান সরকারের অর্থায়নে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শেখার জন্য প্রাথমিকভাবে প্রায় ২০ জন কর্মকর্তা প্রশিক্ষণ নিচ্ছেন। এ প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে উন্নত জিওস্প্যাটিয়াল প্রযুক্তির মাধ্যমে কর্মকর্তারা ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ ও সম্ভাব্য ক্ষতি প্রশমনে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়