তীব্র তাপদাহে বেড়েছে বাঙ্গির কদর

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:০৪, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

রাজবাড়ীর গোয়ালন্দে বাঙ্গি নিয়ে চলছে কাড়াকাড়ি। শনিবার গোয়ালন্দের কাঁচাবাজারে বাঙ্গি কিনতে দুপুরে  মানুষের ভিড় দেখা যায়।

গরমে সারা দেশে জনজীবনে নাভিশ্বাস অবস্থা। প্রচণ্ড গরমে একটু স্বস্তি পেতে বাঙ্গি কিনে নিচ্ছেন অনেকে। এটি গ্রীষ্মকালের ঠান্ডা প্রকৃতির একটি ফল। শিশু-কিশোর থেকে শুরু করে সবাই বাঙ্গি খেতে পছন্দ করেন। 

রাজবাড়ীর গোয়ালন্দে বাঙ্গি নিয়ে চলছে কাড়াকাড়ি। শনিবার গোয়ালন্দের কাঁচাবাজারে বাঙ্গি কিনতে দুপুরে  মানুষের ভিড় দেখা যায়।

বাঙ্গি কিনতে বাজারে আসা সুম্ভু বলেন, তীব্র দাবদাহে বাড়ি থেকে একটা বাঙ্গি নিতে বলেছে। তাই ৮০ টাকা দিয়ে একটা বাঙ্গি কিনেছি। বাঙ্গি কিন্তু গরমে শরীরকে ঠান্ডা করে থাকে।

বাজারের বাঙ্গি ব্যবসায়ী লোকমান সেখ জানান, কয়েকদিনের তাপমাত্রার কারণে বাঙ্গির চাহিদা খুব বেড়েছে। ফরিদপুর থেকে এক ট্রাক বাঙ্গি এনে বিক্রি করছেন। এতে করে কৃষক যেমন লাভবান হচ্ছেন তেমনি তারাও বেচাকেনা করে কিছুটা লাভ করছেন। 

বাঙ্গি নানা উপাদানে ভরপুর।  তাই এ ফল খাওয়ার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

দিনবদলবিডি/Hossain

সর্বশেষ

পাঠকপ্রিয়