রাজবাড়ীতে তীব্র গরমে শ্রেণিকক্ষে ‘ওয়াটার বেল’ কার্যক্রম

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৫০, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

তীব্র তাপদাহে বার বার পানি পান করতে চিকিৎকের পরামর্শ থাকায় এবার রাজবাড়ীতে ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের পানি পান করতে ‘ওয়াটার বেল’ কার্যক্রম চালু করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকালে রাজবাড়ীর শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এ কার্যক্রম গ্রহণ করেন।


এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন। এ সময় বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে বিশুদ্ধ পানি বোতল তুলে দেওয়া হয়।


জানা গেছে, গত ৩ সপ্তাহে সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলাতেও দেখা দিয়েছে তীব্র তাপদাহ। দুই দফায় স্কুলে পাঠদান কার্যক্রম বন্ধ থাকলেও গত রোববার থেকে নিয়মিত পাঠদান কর্মসূচি চালু হয়েছে। আর ক্লাসকালীন শরীর সুস্থ রাখতে প্রতিটি শিক্ষার্থীর পর্যাপ্ত পরিমাণ পানির প্রয়োজন হয়। তাই চলমান তীব্র তাপদাহে শিক্ষার্থীদের শরীরে পর্যাপ্ত পানির জোগান দিতে প্রতি ঘণ্টায় পানি পানে অভ্যাস করাতে ‘ওয়াটার বেল’ চালু করা হয়।


বিদ্যালয়ে ‌‘ওয়াটার বেল’ চালু হওয়ায় একাধিক ছাত্রীরা জানান, আমরা যখন বিদ্যালয়ে এসে ক্লাসে থাকি তখন শরীর থেকে প্রচুর পরিমাণ ঘাম বের হয়। তীব্র তাপদাহে শরীরের পানিশূন্যতা দেখা দেয়। সেই লক্ষ্যে ঘণ্টা বাজিয়ে পানি পান করার নির্দেশনা দেওয়া হচ্ছে। এতে সকলেই পানি পান করার অভ্যাস করাসহ পানিশূন্যতা থেকে রক্ষা পাব।

এ বিষয়ে শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম বলেন, তীব্র তাপদাহে শিক্ষার্থীরা যেন পানি শূন্যতায় না ভোগে সেই লক্ষ্যে রাজবাড়ীর সিভিল সার্জনের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে ওয়াটার বেল চালু করা হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি ঘণ্টায় পানি পানে অভ্যাসে শরীরকে সুস্থ রাখতে পারবে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, তীব তাপদাহে শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে চালু হওয়া ওয়াটার বেল কার্যক্রমকে স্বাগত জানাই। একইভাবে জেলার প্রতিটি বিদ্যালয়ে এ ধরনের কার্যক্রম গ্রহণ করা উচিত বিদ্যালয় কর্তৃপক্ষের।

দিনবদলবিডি/Nasim

সর্বশেষ

পাঠকপ্রিয়