আইপিএল ফেরত মোস্তাফিজকে নিয়ে যা বলছেন তাসকিন

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:০১, বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
ফাইল ফটো

ফাইল ফটো

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত খেলছিলেন মোস্তাফিজুর রহমান। তবে পুরো আসরে খেলা হলো না তার। জিম্বাবুয়ের সিরিজের জন্য কাটার মাস্টারকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শেষ দুই টি-টোয়েন্টির জন্য ঘোষিত দলে রাখা হয়েছে বাঁহাতি এ পেসারকে। চেন্নাই সুপার কিংসের জার্সিতে পুরো মৌসুম না খেললেও মোস্তাফিজের অনেক অভিজ্ঞতা অর্জন করেছে বলে মনে করছেন বাংলাদেশের আরেক ফাস্ট বোলার তাসকিন আহমেদ।

চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। শুক্রবার সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুদল। এই ম্যাচের আগে গণমাধ্যমে কথা বলতে আসেন তাসকিন।

জিম্বাবুয়ে সিরিজের বদলে তার কাছে আইপিএল নিয়ে বেশি প্রশ্ন ছিল গণমাধ্যম কর্মীদের। মোস্তাফিজ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘দেখুন, আল্লাহর রহমতে মোস্তাফিজ অনেক ভালো করেছে আইপিএলে। সে (মোস্তাফিজ) আসছে। আমার যতটুকু ব্যক্তিগত অভিজ্ঞতা, তাকে আনার কারণ হচ্ছে যাতে সে আমাদের দলের পরিকল্পনা ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে দ্রুত এগিয়ে যেতে পারে। একই সঙ্গে কয়েকদিন বিশ্রামের ব্যবস্থাও করা হয়েছে। কারণ সে আমাদের অন্যতম সেরা বোলার। নিশ্চিতভাবে তার আইপিএল অনেক ভালো কেটেছে। যথেষ্ট অভিজ্ঞতা সে সেখান থেকে নিয়েছে।’

আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন তাসকিন। ২০২২ সালে ইংলিশ পেসার মার্ক উড ইনজুরিতে পরলে, এ ফাস্ট বোলারকে খেলার প্রস্তাব দেয় লখনৌ সুপার জায়ান্টস। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সিরিজ থাকা তাকে ছাড়তে রাজি হয়নি বিসিবি।

সুযোগ পেয়ে খেলতে না পারার আফসোস নেই তাসকিনের। তিনি বলেন, ‘যে জিনিসটা চলে গেছে, সেটা তো আর নিয়ন্ত্রণে নেই। ইনশাআল্লাহ সামনে খেলব। অবসর সময় পাব। শুধু আইপিএল না, আরও অনেক লিগ আছে। নীতি প্রায় একই। একেকজনের দেহের গড়ন একেক রকম। এজন্য বোর্ড সতর্ক থাকে। ফাস্ট বোলার যাদের দেখছেন, সবারই কোনো না কোনো চোট মানিয়ে চলতে হচ্ছে। হয়তো আমার দেহের গড়ন বা বোলিংয়ের ধরন ভিন্ন, তাই আমি এবার যেতে পারিনি।’

এ সময় তাসকিন আরও যোগ করেন, ‘আমার তো টেস্ট খেলারও কথা ছিল। শেষ মুহূর্তে কাঁধের চোট ম্যানেজ করতে আমি বিরতিতে গিয়েছি...হয়ত ভবিষ্যতে খেলব ইনশাআল্লাহ। আফসোস নেই কোনো। শুধু দোয়া কইরেন।’

দিনবদলবিডি/Anamul

সর্বশেষ

পাঠকপ্রিয়