বাংলাদেশের অর্থনীতি আগের চেয়ে ভালো করছে: আইএমএফ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৭, বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
ফাইল ফটো

ফাইল ফটো

বাংলাদেশের অর্থনীতি আগের তুলনায় ভালো করছে। সবশেষ মুদ্রানীতি আর্থিক খাতে ইতিবাচক প্রভাব ফেলেছে। এ ধারা চললে আগামী দুই বছর জিডিপির প্রবৃদ্ধি বাড়বে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ।

৩০ এপ্রিল ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর অর্থনীতির আঞ্চলিক পূর্বাভাস বা রিজিয়নাল ইকোনমিক আউটলুক প্রকাশ উপলক্ষে এর আয়োজন করা হয়।

কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, বেশ কিছু বিষয়ে একসাথে কাজ করছে বাংলাদেশ ব্যাংক ও আইএমএফ। দেশটির আর্থিক খাতে উন্নতি চোখে পড়ার মতো। সে কারণে চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৭ শতাংশ। পরের বছর তা আরও ১ শতাংশ বাড়বে বলেও জানান আইএমএফ'র এই পরিচালক।

দিনবদলবিডি/Anamul

সর্বশেষ

পাঠকপ্রিয়