বঙ্গোপসাগরে ধরা পড়ল ৬০ কেজির শোল

পটুয়াখালী সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:৩৪, মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ১৮ শ্রাবণ ১৪২৯
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের এক সামুদ্রিক শোল মাছ…

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের এক সামুদ্রিক শোল মাছ।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মাছটি আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় করে উৎসুক জনতা।

স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরের সোনার চর পয়েন্টে বাঁশখালির হাছানুল নামে এক জেলের জালে তিন দিন আগে মাছটি ধরা পড়ে। আজ তিনি মাছটি আলীপুর নিয়ে আসেন। এ সময় স্থানীয় মৎস্য ব্যবসায়ী রহিম খান ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সামুদ্রিক শোল মূলত সচরাচর দেখা যায় না। এটি গভীর সমুদ্রের মাছ। মাছটিকে নিয়ে গবেষণা করা প্রয়োজন।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়