সিল্কি চুলের জন্য ডিম ব্যবহারের ৭ উপায়

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৩৪, শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
ফাইল ফটো

ফাইল ফটো

নিয়মিত ডিমের প্যাক ব্যবহার করলে চুল হবে নরম, মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল। 

ডিম কেবল শরীরের নয়, খেয়াল রাখে চুলেরও। নির্জীব চুলে প্রাণ ফেরানোর পাশাপাশি চুল পড়া বন্ধ করতে কার্যকর ডিমের হেয়ার প্যাক। নিয়মিত ডিমের প্যাক ব্যবহার করলে চুল হবে নরম, মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল। জেনে নিন চুলের যত্নে ডিম ব্যবহারের কিছু উপায় সম্পর্কে।

 

  1. ডিম ফেটিয়ে ভেজা চুলে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে এরপর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। ঝলমলে হবে চুল।
  2. শুষ্ক চুলে প্রাণ ফেরাতে ডিমের সঙ্গে ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগান। চুলের নিচের অংশেও ভালো করে লাগাবেন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।
  3. ডিমের সঙ্গে টক দই মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। চুলের আগাতেও লাগান। ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। 
  4. ডিম ফেটিয়ে মধু মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। নির্জীব চুল হবে ঝলমলে।
  5. ডিম ও পাকা কলা একসঙ্গে মিশিয়ে মিহি পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট হেয়ার প্যাক হিসেবে চুলে লাগান। চুল হবে মসৃণ।
  6. নারকেল তেল ও ডিমের মিশ্রণ চুলে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন কুসুম গরম পানি ও শ্যাম্পু দিয়ে। 
  7. অ্যালোভেরা জেল মিশিয়ে নিন ফেটিয়ে নেওয়া ডিমের সঙ্গে। এই হেয়ার প্যাকটি চুলে লাগিয়ে অপেক্ষা করুন ৩০ মিনিট।

দিনবদলবিডি/Hossain

সর্বশেষ

পাঠকপ্রিয়