মাইলফলকের দ্বারপ্রান্তে সাকিব

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:০৫, রবিবার, ১২ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
ফাইল ফটো

ফাইল ফটো

মাইলফলকের দ্বারপ্রান্তে সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা নিশ্চিত করেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে তারা। পঞ্চম ম্যাচটি নিয়মরক্ষার হলেও বাংলাদেশ থাকবে সিরিয়াস। জয় চাইবে দাপটের সঙ্গে। বিশ্বকাপের আগে ঘরের মাঠের শেষ সিরিজে জাতীয় দলের জার্সিতে আরও একবার দেখা যাবে সাকিবকে।

দুটি রেকর্ডের সামনে আছেন সাকিব। বোলিং ও ব্যাট দুটিতেই রেকর্ডের হাতছানি। গত ম্যাচে ৪ উইকেট পাওয়া এ স্পিনার চাইবেন এ ম্যাচেও ২ উইকেট পেতে। আন্তর্জাতিক ক্রিকেটে আর মাত্র ২ উইকেট প্রয়োজন। তাহলেই নিজের ৭০০তম উইকেটের দেখা পাবেন তিনি।

অন্যদিকে ব্যাট হাতেও এ ম্যাচের ব্যর্থতা ঘুচিয়ে দিতে চাইবেন সাকিব। এখানেও অপেক্ষা করছে মাইলফলক। মাত্র ৯ রান করতে পারলেই ঘরের মাঠে টি-টোয়েন্টি ফরম্যাটে ১ হাজার রান পূর্ণ হবে তার।

এদিকে পেসার তাসকিনের সামনেও মাইলফলক স্পর্শের সুযোগ ছিল এই শেষ ম্যাচে। পুরো সিরিজে দুর্দান্ত বল করা তাসকিনের প্রয়োজন ছিল ৩ উইকেটের। দেশের হয়ে ৮ম বোলার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ উইকেট পূর্ণ করতেন এই পেসার। কিন্তু তাকে বিশ্রামে রাখা হয়েছে।

দিনবদলবিডি/Anamul

সর্বশেষ

পাঠকপ্রিয়