আসছে ‘গুরুত্বপূর্ণ খরচের’ বাজেট

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:২২, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
ফাইল ফটো

ফাইল ফটো

রাজস্ব আয় বাড়ানোর বিপরীতে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর লক্ষ্য স্থির করেছে বাজেট ব্যবস্থাপনা ও সম্পদ কমিটি। লক্ষ্যপূরণে পাঁচটি ভিত্তিও দাঁড় করিয়েছেন তারা।

মূল্যস্ফীতি কমানোর চ্যালেঞ্জ নিয়ে আসছে ২০২৪-২৫ অর্থবছরের নতুন বাজেট। টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকারের এ বাজেট হবে ব্যয় সংকোচনমূলক। বড় ধরনের কোনো খরচ না রেখে সুকৌশলে এবারের হিসাব প্রাক্কলন করা হচ্ছে। বিগত বছরের তুলনায় আকারও খুব বেশি বাড়ছে না। ফলে আগামী বাজেটকে ‘গুরুত্বপূর্ণ খরচের’ বাজেট বলা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, নতুন বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকার মতো; যা চলমান অর্থবছরের তুলনায় চার দশমিক ৬০ শতাংশ বেশি। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কাছে বাজেট প্রস্তুতির সার-সংক্ষেপ তুলে ধরেছে অর্থবিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড। সরকারপ্রধানের দিকনির্দেশনার পর পরিকল্পনা কমিশনে এডিপি অনুমোদন হবে ১৬ মে। আর ৬ জুন জাতীয় সংসদে প্রস্তাবিত এ বাজেট উপস্থাপন হওয়ার কথা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাজেট-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, মূল্যস্ফীতিসহ বৈশ্বিক বিভিন্ন সংকটের কারণে দেশের অর্থনীতি কিছুটা হলেও বেসামাল। এজন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলর ঋণের শর্ত অনুযায়ী আগামী বাজেটে এমন পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে। তাই এবার রাজস্ব আয় বাড়ানোর বিপরীতে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর লক্ষ্য স্থির করেছে বাজেট ব্যবস্থাপনা ও সম্পদ কমিটি। লক্ষ্যপূরণে পাঁচটি ভিত্তিও দাঁড় করিয়েছেন তারা।

এর মধ্যে রয়েছে ব্যাংক ঋণে সুদের হার বাড়ানো, অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত বা কমিয়ে আনা, অযৌক্তিক ব্যয় কমানোর দিকনির্দেশনা থাকা, কিছু খাতে অর্থ সরবরাহ কমানো এবং  বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তুকির পরিমাণ শূন্যের কোটায় নিয়ে আসা। তবে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফেরাতে অর্থপাচার পুরোপুরি বন্ধ করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

দিনবদলবিডি/Mamun

সর্বশেষ

পাঠকপ্রিয়