ছাত্রদল নেতার মৃত্যু: ভোলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক বিএনপির
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় ভোলায় আগামীকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।
জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় ভোলায় আগামীকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।
ভোলায় বিএনপি-পুলিশের সংঘের্ষের ঘটনায় গুলিবিদ্ধ নুরে আলম আজ বুধবার মারা যান। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
উল্লেখ্য, গত ৩১ জুলাই বিএনপির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা বিএনপি তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামতে গেলে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে বিএনপির নেতা কর্মীরা। পুলিশ ৩৫ রাউন্ড টিআর সেল এবং ১৬৫ রাউন্ড রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়ে। সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ বিএনপির অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়। প্রাণ হারায় আব্দুর রহিম নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী।
দিনবদলবিডি/এইচএআর