নৌকা নিয়ে পদ্মার পাড়ে জালাল উদ্দিন
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
শনিবার (২৫ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করে নতুন ইতিহাস সৃষ্টি করবেন।
সেতু উদ্বোধনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। নতুন রূপে সেজেছে পদ্মার পাড়। শুক্রবার থেকেই সভাস্থলে আসতে শুরু করেছেন মানুষ। দেশের বিভিন্ন জায়গা থেকে বাস, লঞ্চ, ট্রেন এমনকি সাইকেলে করেও অনেকেই এসেছেন। এমনকি তিন চাকার গাড়ির উপর বাহারি রঙের নৌকা বানিয়ে ৩০ জন মাঝিমাল্লা নিয়ে সভাস্থলে এসেছেন রাজবাড়ীর জালাল উদ্দিন। সেই নৌকায় উঠে গান গেয়ে ও নাচের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন স্থলের আশপাশে মাতিয়ে রাখছেন তারা।
নৌকার নেতৃত্ব দেওয়া জালাল উদ্দিন বলছেন, রাজবাড়ীর স্থানীয় এমপি জিল্লুল হাকিমের উদ্যোগে ৩০ জন মাঝিমাল্লা নিয়ে সভাস্থলে এসেছি। এখানে আমরা ৪ দিন ধরে নৌকায় গান গেয়ে ও নাচের মাধ্যমে সভাস্থল মাতিয়ে রাখছি। পথেই রান্না করে খাচ্ছি।
তিনি বলেন, সেতুতে উঠতে পারব কিনা বলতে পারছি না। যদি উঠতে পারি তাহলে আমাদের মনের আশা পূরণ হবে।
দিনবদলবিডি/এমআর